স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ৯ জানুয়ারী:-
ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব হাতেম খানের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারী শনিবার বিকেলে টিএন্ডটি রোড বাগানভিটা এলাকায় এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব ডা. জমশেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মেয়র প্রার্থী আলহাজ্ব হাতেম খান, পৌর বিএনপি নেতা আনোয়ার হোসেন বাদল, মজিবুর রহমান মজু, আহসান উল্লাহ খান রুবেল, শাখাওয়াত হোসেন পাঠান, এ্যাডভোকেট উসমান গনি মল্লিক মাখন, মতিউর রহমান মিল্টন, আব্দুর রহিম আকন্দ, শাহজাহান খানসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও ভোটারগনও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারী তৃতীয় ধাপে ভালুকা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী হাতেম খানের নির্বাচনীসভা
0
Share.