আসাদুজ্জামান ফজলু, দিগন্তবার্তা, ২৬ জানুয়ারীঃ-
ময়মনসিংহের ভালুকায় ৩০জানুয়ারী অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিল পদে প্রতিদন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
২৬জানুয়ারী মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে নির্বাচন অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ঢাকা ও রিটার্নিং অফিসার ভালুকা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন. নির্বাচন অফিসার মাহমুদুল হাসান, নৌকা প্রতীক মনোনিত প্রার্থী ডাঃ এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ূম, ধানের শীষ প্রতীক মনোনিত প্রার্থী আলহাজ হাতেম খান ও স্বতন্ত্রপ্রার্থী সাইফুল ইসলাম প্রমূখ।