Girl in a jacket

ভালুকা ও ত্রিশালে বাস চাপায় শিশুসহ নিহত ২

0

স্টাফ রিপোর্টার,দিগন্তবার্তাঃ-

ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় রামীম নামে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।২১ আগস্ট শুক্রবার  সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের রাগামারা ও ভালুকা উপজেলা হবিরবাড়ির আমতলী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার রাগামারা এলাকায় শিশু পুত্র রামীম তার বাবা রমজান আলীর সাথে দোকানে যায়। খেলার ছলে বাবার দোকান থেকে মাত্র দশ হাত দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে পড়ে। তখন দ্রুতগামী এক বাসের চাপায় ঘটনাস্থলে শিশুর মৃত্যু হয়।

অপরদিকে ভালুকা উপজেলার হবিরবাড়ির আমতলী এলাকার মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত ব্যক্তিকে একটি  গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা জানান, অজ্ঞাত নিহত ওই বৃদ্ধ  লোকটিকে মাঝে মাঝে রাস্তায় ঘুরাফেরা করতে দেখা যায়। ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ জানায়, সকালের দিকে ওই ব্যক্তি মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওযার সময় ময়মনসিংহগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।

Share.

Comments are closed.