Girl in a jacket

ভালুকায় সড়ক মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

0

ভালুকায় দীর্ঘ প্রতিক্ষিত মাস্টারবাড়ি-পাড়াগাঁও সড়ক মেরাতম কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাস্টারবাড়িতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্বতবায়নে এক কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে দুই হাজার ১০০ মিটার সড়কের মেরামত কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ আলহাজ¦ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ প্রমুখ।
উল্লেখ্য, বেহালদশার এসড়কটি দীর্ঘদিন যাবত মেরামত না করার ফলে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিলো। সড়কটি মেরামতের দাবিতে স্থানীয়রা একাধিক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছিলো।

Share.

Comments are closed.