Girl in a jacket

ভালুকায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তাঃ-

ময়মনসিংহের ভালুকায় ভিমরুলের কামড়ে আনাস (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে উপজেলার সিডস্টোর পশ্চিম বাজার এলাকায়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিডস্টোর পশ্চিম বাজার এলাকার বাসিন্দা বিরুনীয় মহিলা কলেজের প্রভাষক ওমর ফারুক তালুকদার শনিবার সকালে তার একমাত্র শিশুপুত্র আনাসকে নিয়ে বাড়ির পাশে ধানের ক্ষেত দেখতে যান। এ সময় ফারুক এলাকার কয়েকজনের সাথে কথা বলছিলেন। পাশেই পড়ে থাকা তালগাছের শুকনা ডাল সড়াতে গেলে শিশু আনাসকে ভিমরুলে আক্রমণ করে। খোঁজ পেয়ে ওমর ফারুক তার শিশুপুত্র আনাসকে উদ্ধার করে প্রথমে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে রাতেই বাড়িতে নিয়ে আসেন। পরে চিকিৎসাধিন অবস্থায় রোববার সকালে আনাস মারা যায়। ভিমরুলের কামড়ে মৃত্যুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন ওমর ফারুকের চাচাতো ভাই মো: আবু সাঈদ তালুকদার।

Share.

Comments are closed.