দেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশব্যাপি ব্যাপক বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন প্রকল্পের আওতায় পাঁচ হাজার গাছের চারা বিতরণ উদ্বোধন করা হয়েছে। ৫ জুলাই রোববার সকালে ভালুকা উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলজ, বনজ ও ঔষধি গাছের এসব চারা বিতরণ উদ্বোধন করেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। পরে তিনি একটি গাছের চারাও রোপন করেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউএনও মাসুদ কামালসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনি ও কৃষি বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।