ময়মনসিংহের ভালুকায় মাটির উচু স্তুপ দিয়ে হেটে যাওয়ার সময় পল্লীবিদ্যুতের সঞ্চালন লাইনের তারে জড়িয়ে জালাল উদ্দিন নিরু (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার মামারিশপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মামারিশপুর গ্রামে স্কয়ার কোম্পানী কর্তৃপক্ষ তাদের ফ্যাক্টরীর উত্তরপাশে নিচু ভূমি ভরাট করে পাশ দিয়ে যাওয়া পল্লীবিদ্যুতের সঞ্চালন লাইনের তার পর্যন্ত মাটির স্তুপ উচু করে রাখে। ঘটনার সময় ধামশুর গ্রামের দোলা মার্কেট এলাকার মৃত কেরামত আলীর ছেলে জালালউদ্দিন নিরু ওই স্তুপিকৃত জায়গা দিয়ে হেটে যাওয়ার সময় সঞ্চালন লাইনের বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থইে তিনি মারা যান। নিহত জালাল উদ্দিন নিরু দিনমজুরীর কাজ করতেন বলে জানা গেছে।
ভালুকায় বিদ্যুতের তারে জড়িয়ে এক ব্যক্তি নিহত
0
Share.