স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তাঃ- ময়মনসিংহের ভালুকা উপজেলার চৌধুরী পরিবারের সন্তার, সাবেক জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) ও সংসদ সদস্য প্রয়াত আফতাফ উদ্দিন চৌধুরী চাঁনমিয়ার ছেলে, সাবেক জাতীয় সংসদ সদস্য আমান উল্লাহ চৌধুরীর ছোট ভাই, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, ৭ নম্বর মল্লিকবাড়ি ইউনিয়নের চারবারের নির্বাচিত চেয়ারম্যান, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় ও হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেক উল্লাহ চৌধুরীর পিতা হাবিবুল্লাহ চৌধুরী মনো মিয়া ১৭ জুলাই শুক্রবার রাতে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃতুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮৮ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয় স্বাজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ শনিবার আসর বাদ ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ভালুকায় বিএনপি নেতা হাবিবুল্ল্যাহ চৌধুরী মনো মিয়ার ইন্তেকাল
0
Share.