Girl in a jacket

ভালুকায় বিএনপি নেতা হাবিব উল্ল্যাহ চৌধুরীর দাফন সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তাঃ-

ময়মনসিংহের ভালুকা উপজেলার চৌধুরী পরিবারের সন্তান, সাবেক জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) ও সংসদ সদস্য প্রয়াত আফতাফ উদ্দিন চৌধুরী চাঁনমিয়ার ছেলে, সাবেক জাতীয় সংসদ সদস্য আমান উল্লাহ চৌধুরীর ছোট ভাই, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও চারবারের নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ চৌধুরী মনু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। শনিবার আসর বাদ ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ ভালুকা বাজার বড় মসজিদের পাশে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। হাবিব উল্লাহ চৌধুরী মনু মিয়ার নামাজে জানায় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ ১১, ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, জেলা বিএনপির নেতৃবৃ›দ্ব, ভালুকা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নানা শ্রেণী ও পেশার লোকজন।
হাবিব উল্লাহ চৌধুরী মনু মিয়া ৮৮ বছর বয়সে ১৭ জুলাই শুক্রবার রাতে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃতুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয় স্বাজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

Share.

Comments are closed.