স্টাফ রিপোর্টার,দিগন্তবার্তাঃ-
ভালুকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী এবং রাজনীতিবিদ জিয়াউদ্দিন আহাম্মদ বাশার (বেপারি) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। ২০ আগস্ট বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের সি.বি. এম.সি.বি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীঘর্দিন ধরে ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে ভূগছিলেন। আবুল বাশার বেপারী ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বড় ভাই। ২১ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১০ টাকায় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম বাশার বেপারীর প্রথম নামাজে জানাজা ও জুম্মাবাদ গ্রামের বাড়ি পারুলদিয়ায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হবে। মরহুম বাশার বেপারীর অকাল মৃত্যুতে অনলাইন পত্রিকা দিগন্তবার্তার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।