ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় ওমর ফারুক নামে এক মোটরসাইকেল আরোহী মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১ জুন) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ওয়াবদা মোড় এলাকায়।
নিহত ওমর ফারুক ভালুকা উপজেলার ভান্ডাব ভয়টাপাড়ার শামসুল হকের ছেলে। সে ভালুকা একরাম সোয়েটারে চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকা থেকে রুবেলকে নিয়ে ওমর ফারুক মোটরসাইকেল যুগে ভালুকা একরাম সোয়েটারে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে রুবেল ও ওমর ফারুক গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ওমর ফারুককে মৃত ঘোষণা করেন।
ভালুকার ভরাডেবা হাইওয়ে পুলিশের ইনচার্জ উযায়ের আল মাহমুদ আদনান জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওমর ফারুক নামের এক মোটরসাইকেলের চালক মারা যান। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।