ভালুকা প্রতিনিধি:-
ময়মনসিংহের ভালুকায় মো. ফরহাদ মিয়া (৫৪) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। ২৮ মার্চ রবিবার সকাল ৯ ঘটিকায় হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়া পাড়া এলাকায় বাদশা ইয়ান ফ্যাক্টরির টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফরহাদ মিয়া টাঈাইল জেলার কালিহাতি উপজেলার হাশরা গ্রামের বিশা মিয়ার ছেলে। ভালুকা মডেল থানার এস আই নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ডুবালিয়া এলাকায় বাদশা ইয়ার্ণ ডায়িং লিমিটেডের কোয়াটারের টয়লেটের ভেতর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।