Girl in a jacket

ভালুকায় বঙ্গমাতার ৯০ তম জন্মবার্ষির্কী উপলক্ষ্যে আলোচনাসভা ও হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

0

দিগন্তবার্তা ডেক্স:-

ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ভালুকার আয়োজনে স্বাধীনতার মহানায়ক, বঙ্গবন্ধুর সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন, স্থানীয় এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
৮আগস্ট শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তণে নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইনউদ্দিন ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ওমর হায়াত খান নঈম। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আফতাব মাহবুব, ভালুকা উপজেলা কৃষকলীগ সভাপতি আহসান হাবীব মহন, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিব, ভালুকা উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজী আব্দুর রহমান, ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নাজিম উদ্দিন মন্ডল, পৌর আ’লীগ নেতা ও পৌরসভার মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, উপজেলা উলামালীগের সাধারণ সম্পাদক মাও.মতিউর রহমান, ভালুকা দলিল লেখক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী সপন, হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান নয়ন, সমাজ সেবক ও শিক্ষানুরাগী জসিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা ও স্থানীয় সংসদ’র একান্ত সহকারী সুমিত চক্রবর্তী নিপুন, ভালুকা উপজেলা আফসার বাহিনী সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, সমাজ সেবক ও আ’লীগ নেতা সারজেন্ট (অব) তোফাজ্জল হোসেনসহ উপজেলা আ’লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ্ব।

Share.

Comments are closed.