ময়মনসিংহের ভালুকায় একটি প্রস্তাবিত কোম্পনীর ভেতর মাটি কেটে নেয়া পানির ডুবায় পড়ে উষা রানী (৩) ওরফে ঈশ্বরী নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৮ জুন সোমবার বিকেলে উপজেলার বর্তা গ্রামের সমিতিরঘর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামের সমিতিরঘর এলাকার প্রদীপ মন্ডলের শিশু কন্যা উষা রানী ওরফে ঈশ্বরী খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির ২০০ গজ দূরে প্রস্তাবিত একটি কোম্পানীর ভেতর মাটি কেটে নেয়া গর্তে পড়ে যায়। পরে খোঁজ পেয়ে বাড়ির লোকজন পানির ওই ডুবা থেকে ভাসমান অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করে। এলাকাবাসি জানান, যে ডুবায় পড়ে শিশুটি মারা গেছে, ওই স্থান থেকে মাটি কেটে নিয়ে কোম্পানীর রাস্তা নির্মাণ করছে। ডুবাটি অরক্ষিক অবস্থায় থাকার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।
ভালুকায় পানির ডুবায় পড়ে শিশুর মৃত্যু
0
Share.