স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা:-
ময়মনসিংহের ভালুকায় ট্রাক চাপায় শাহজালাল (৪০) নামে এক চা দোকানদারের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর উত্তর বাজার হবিরবাড়ি জেনারেল হাসপাতালের সামনে। নিহত শাহজালাল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মনিপুরা গ্রামের শাহজাহানের ছেলে।
ভালুকা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত শাহজালাল উপজেলার সিডস্টোর বাজারে একটি চায়ের দোকান দিতে ৮/৯ দিন আগে আসেন। ঘটনার দিন দোকানের মেঝে ঠিক করার জন্য মহাসড়কের রোড ডিভাইডারের সাইটে জমে থাকা বালু ভ্যানগাড়ী দিয়ে তুলে নেয়ার সময় সিডস্টোর উত্তর বাজার হবিরবাড়ি জেনারেল হাসপাতালের সামনে ময়মনসিংহগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৬-৪৭৭৪) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ভ্যানগাড়িটি ধুমড়েমুচড়ে যায়। পরে ভালুকা মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ তৈমুর আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলের ট্রাকের চালক পালিয়ে যায়।