স্টাফ রিপোর্টারঃ- ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ি চাপায় তোফাজ্জল হোসেন গাজী (৩০) নামে এক মোবাইল মেকানিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কাঁঠালী উর্মি সিএনজি পাম্প এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উথুরা ইউনিয়নের ধলিকুড়ি গ্রামের আব্দুস সামাদের ছেলে ভালুকা বাজারের মোবাইল মেকানিক তোফাজ্জল হোসেন গাজী প্রতিদিনের মতো কাজ শেষ করে রাত সাড়ে ১২টার সময় বাসায় ফিরছিলেন। পথে উল্লেখিত স্থানে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। পরে বিনা তদন্তে লাশ দাফন করার আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।
ভালুকায় গাড়ি চাপায় মেকানিকের মৃত্যু
0
Share.