স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তাঃ–
ময়মনসিংহের ভালুকায় গরুর গোস্তের টুকরায় আল্লাহু লেখা দেখে সাধারন মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩ আগস্ট সোমবার উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের বালিয়াগড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের বালিয়াগড়া পশ্চিমপাড়ার সোনাই মিয়ার বাড়িতে কুরবানীর গরুর গোস্ত রান্না করেন। পরে তার স্ত্রী রাহলা খাতুন বাড়িতে আসা মেহমানদের খাওয়াতে গেলে এক মেহমান লক্ষ করেন গোস্তের এক টুকরায় আল্লাহু লেখা। পরে মেহমানসহ বাড়ির লোকজন কুরবানীর গোস্ত খাওয়া বন্ধ করে দেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর খবর পেয়ে আশপাশের উৎসুক লোকজন ঘটনাটি দেখতে বাড়িতে ভীড় করেন। ঘটনাটি এলাকার সাধারন মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাড়ির গৃহকমী রাহেলা খাতুন জানান, সোমবার দুপুরে কুরবানীর গরুর গোস্ত রান্না করে এক মেহমানের থালায় গোস্তের টুকরা দিলে, তিনি দেখতে পান গোস্তের টুকরায় আরবী অক্ষরে আল্লাহু লেখা। পরে আমরা ওইসব গোস্ত খাওয়া বন্ধ করে দিই।