Girl in a jacket

ভালুকায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ৫ এপ্রিল:-

ময়মনসিংহের ভালুকায় খেলতে গিয়ে পানিতে ডুবে আহাদ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১১টায় উপজেলার পাড়াগাঁও গ্রামে। নিহত শিশু ওই গ্রামের আলম মিয়ার ছেলে।
স্থাণীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আহাদ বেশ কয়েক শিশুর সাথে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে যায়। হঠাৎ আহাদ পুকুরে পড়ে পানিতে ডুবে গেলে অন্যান্য শিশুরা আহাদের বাড়িতে খবর দেয়। পরে বাড়ির লোকজন এসে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Share.

Comments are closed.