স্টাফ রিপোর্টার,দিগন্তবার্তাঃ-
ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিরাজ আলী (৫৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে ভরাডোবা-সাগরদীঘি সড়কে উপজেলার নারাঙ্গী সিপিরমোড় নামক স্থানে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভ্যানচালক সিরাজ আলী খালি ভ্যানটি চালিয়ে ভরাডোবার দিকে আসছিলেন। এ সময় বিপরীতদিক থেকে আসা একটি দ্রæতগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ভ্যানচালক সিরাজ আলী রাস্তার উপর সিটকে পড়ে গুরুতর আহত হন। খোঁজ পেয়ে স্থানীয় লোকজন সিরাজ আলীকে উদ্ধার করে আস্থা নামে কাছের একটি ক্লিনিকে নেয়ার পথে তিনি মারা যান। নিহত সিরাজ আলী পাশের ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁও গ্রামের মইজ উদ্দিনের ছেলে।