ময়মনসিংহের ভালুকায় নতুন করে আরো ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাছাড়া করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আনোয়ার হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জনে। তাদের মধ্যে আবু হানিফ নামে একজন করোনায় মারা গেছেন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে তিনজনের।
বুধবার (১০জুন) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মমেক) ল্যাবে কোভিট-১৯ নমুনা পরীক্ষায় নতুন করে আরো ১৮ জনের রক্তে করোনা (কোভিড-১৯) পজিটিভ ধরা পড়ে। আক্রান্তারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এদিকে উপজেলার বিরুনীয়া পশ্চিম পাড়ার সূর্য্যত আলীর ছেলে আনোয়ার হোসেনকে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে ৯ জুন ময়মনসিংহ এসকে হাসপাতালে ভর্তি করলে হাসপাতাল কর্তৃপক্ষ বুধবার দুপুরে তার নমুনা সংগ্রহ করেন কিন্তু রাতেই তিনি মারা যান।
ভালুকায় করোনায় আরো ১৮ জন আক্রান্ত, উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
0
Share.