আসাদুজ্জামান (ফজলু) দিগন্তবার্তাঃ-
ময়মনসিংহের ভালুকায় ইমাম ওলামা ঐক্য পরিষদ ও নবী প্রেমিক তৌহিদী জনতার এক বিশাল মিছিল বের হয়। ফরাসী সরকারের রাস্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শণের প্রতিবাদে শুক্রবার জুম্মা নামাজের পর ভালুকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে কয়েক হাজার মুসল্লি বিক্ষোভ মিছিল করে বাজার রোড হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্ত¡রে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভালুকা ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও ভালুকা তাকওয়া ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মামুনুর রশিদের সঞ্চালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি মেহের উদ্দিন বর্দাী, মাওলানা আলমগীর কাসেমী, মাওলানা মতিউর রহমান, মাওলানা ইয়াছির আরাফাত, মাওলানা ফজলুর করিম, মুফতি দেলোয়ার হোসাইন, প্রফেসর মাওলানা আফতাব উদ্দিন, মুফতি শাহজাহান ও হাফেজ হোসাইন আহমেদ প্রমূখ।