ময়মনসিংহের ভালুকায় নতুন করে আরো ৩৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মাঝে তিনজন ফলোআপ। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন তিনজন। মৃত্যু হয়েছে একজনের এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ভালুকায় মারা গেছেন তিনজন। মঙ্গলবার(৯ জুন) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মমেক) ল্যাবে কোভিট-১৯ নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৩৮ জনের রক্তে করোনা পজিটিভ ধরা পড়ে।
ভালুকা হাসপাতাল সূত্রে জানা যায়, ৭৫২ টি নমুনার পরীক্ষা করা হয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে। এর মাঝে পৌরসভা চারজন, শিল্পাঞ্চল হবিরবাড়িতে ২৭ জন, ভরাডোবায় দুইজন, রাজৈ একজন, মেদুয়ারী একজন, কাচিনা একজন, মল্লিকবাড়ি িএকজন ও বিরুনীয়া এলাকায় একজন করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন।