স্টাফ রিপোর্টাার, দিগন্তবার্তা,২২ মার্চ:-
ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি শহীদ নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক কিরণ (৫৬) হৃদরোগে আক্রান্ত হয়ে ২২ মার্চ সোমবার সকালে ময়মনসিংহ কমিউনিটি বেস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহ রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন। ভালুকা সরকারী ডিগ্রি কলেজ মাঠে বাদ যোহর প্রথম ও উপজেলার মামারিশপুর বাজার ঈদগাহ মাঠে বাদ আসর দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরহুমের লাশ তাঁর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।