স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা:-
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়িচাপায় সেলিনা আক্তার (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী মহিলার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ইমরান নামে মোটরচালক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল সোয়া ৩ টায় ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘড়াপাড়া শেফার্ড মিল এলাকায়।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিouবার বিকাল সোয়া ৩ টার দিকে ভালুকা থেকে মোটরসাইকেল যুগে ইমরান তার শাশুড়ি সেলিনা আক্তারকে নিয়ে সিডষ্টোর বাজারের যাচ্ছিলেন। এ সময় ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘড়াপাড়া শেফার্ড মিল একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইমরানের শাশুড়ির সেলিনা আক্তারের ত্যু হয়। নিহত সেলিনা আক্তার উপজেলার সিডষ্টোর বাজারের মৃত ফজলুল হকের স্ত্রী।