Girl in a jacket

ভালুকার মেদুয়ারী ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাস্টার আইয়ূব খান

0

বিল্লাল হেসেন ভালুকা প্রতিনিধিঃ-

গত ২ অক্টোবর ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মিলিত আলোচনা সভায় সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সকলের সম্মিলিত এই সিদ্ধান্তে উপনীত হয়। আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়নে দলীয় সমর্থিত নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী বান্দিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব খান মাষ্টার । তাই পাড়া মহল্লা, বাসা বাড়ি, হাট বাজারসহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করে যাচ্ছেন বান্দিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আ’লীগের তথ্য ও গবষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আয়ুব খান মাষ্টার। অাসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী হয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল হাকিম সরকার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা খান,এডভোকেট মিরাজ উদ্দিন খান ঢাকা জজ কোর্ট, এডভোকেট নুরুল ইসলাম খান ময়মনসিংহ জজ কোর্ট৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আতিকুর রহমান খান (রিটু),সাবেক থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, মিজানুর রহমান খান (বিদ্যুৎ), সহকারি শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই, সহকারী শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম খান, ওয়ার্ড যুবলীগের সভাপতি আলাউদ্দিন, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোখলেছুর রহমান মীর, ও আওয়ামী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও জনসাধারণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকাবাসী জানান, দীর্ঘদিন আওয়ামী রাজনীতি করে আসছেন এবং বান্ধিয়া বান্দিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করে আসছেন। তাছাড়া এলাকাবাসীর প্রত্যাশা ২ নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে তাকে দেখতে চান এবং তাই দলীয় সমর্থন পেলে আগামী নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত তার সহজ হবে।

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বান্দিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব খান মাস্টার জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ও মিশন ২০৪১ সফল করতে নেতাকর্মীদের নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে দলীয় মনোনয়ন দিলে আল্লাহর রহমতে নির্বাচিত হতে পারব ইনশাআল্লাহ।

Share.

Comments are closed.