ময়মনসিংহ দক্ষিণ ও ঢাকা উত্তর অঞ্চলের ১১ নম্বর সাব সেক্টর কমান্ডার আফসার বাহিনীর অধিনায়ক মুক্তিযোদ্ধা মরহুম মেজর আফসার উদ্দিন আহমেদের সহধর্মিণী, ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনুর (এমপি) মাতা ও ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের শ্বাশুড়ী, শহীদ জননী মুক্তিযোদ্ধা খাইরুন্নেসা আফসারকে রাষ্ট্রীয় মার্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার আছর বাদ ভালুকা সরকারি ডিগ্রি কলেজ মাঠে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়। পরে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি, স্বেচ্ছাসেবি, সাংবাদিক, পেশাজিবী ও ব্যবসায়ীদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
শহীদ জননী মুক্তিযোদ্ধা খাইরুন্নেসা আফসার ৯৭ বছর বয়সে ২৫ জুন বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টার সময় ঢাকাস্থ আনোয়ার খান মডার্ন হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।