স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তাঃ-
ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকায় গত বৃহস্পতিবার (১২নভেম্বর) রাতে এক নারী হোটেল শ্রমিককে পালাক্রমে র্ধষণ করা হয়। এ ঘটনায় ধর্ষতিা বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি র্ধষণ মামলা করলে পুলশি ধর্ষণের অভেিযাগে ২ জনকে আটক করে।
মামলা সূত্রে জানা যায়,ভিকটিম শেরপুর জেলার নকলা উপজেলার বাসিন্দা। তিনি জামরিদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় একটি খাবার হোটেলে কাজ করেন। ১৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ভিকটিম শেরপুরে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্ েএকটি বাসে ওঠলে বাসটি ভালুকা বাসস্ট্যান্ডে এসে তাকে নামিয়ে দেয়। ভালুকা বাসস্ট্যান্ডে বাস থেকে নামার পর সিডস্টোর এলাকার বাসিন্দা জাফর (২৯) এর সাথে দেখা হয়। জাফর শেরপুরের বাসে তোলে দেয়ার কথা বলে ভিকটিমকে নিয়ে একটি হাইওয়ে মিনিবাসে ওঠে। বাসটি মেহেরাবাড়ি বাজারে পৌঁছলে ভিকটিমকে বাস থেকে নামিয়ে জোরর্পূবক মহাসড়কের পাশে পরিত্যক্ত পসিএিল কোম্পানরি ভিতরে জঙ্গলে নিয়ে যায়। এ সময় মেহেরাবাড়ি গ্রামের মোতালেব (২৫) ও একই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে হাছান (২৪) উপস্থিত হয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করে। পরে ধর্ষকরা ভিকটিমের সাথে থাকা একটি মোবাইল সেটসহ ২হাজার ৫০০ টাকা নিয়ে যায়। ধর্ষণের পর ধর্ষকরা ভিকটিমকে ফেলে চলে যাওয়ার সময় সে তাদের পিছনে পিছনে আসে। এ সময় গ্রাম পুলিশ দেখে ধর্ষকরা পালিয়ে যায়। পরে গ্রাম পুলিশের সহযোগীতায় ধর্ষিতাকে উদ্ধার করে ভালুকা মডেল থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা করলে পুলিশ জাফর ও হাছানকে আটক করে। ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দনি জানান, ধর্ষিতা বাদী হয়ে একটি মামলা করেছেন। আমরা তাৎক্ষনিক দুই ধর্ষককে আটক করেছি।
ভালুকায় হোটেল শ্রমিক ধর্ষণের শিকার : আটক ২
0
Share.