স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা,২ ফেব্রুয়ারি :-
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক ভিসি অধ্যাপক ড. শাহ মোহাম্মদ ফারুক চলে গেলেন না ফেরার দেশে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
১ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি দির্ঘদিন ধরে বার্ধক্যজজনিত রোগে ভোগছিলেন। পরিববারের লোকজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র জানা যায়, ড. শাহ মোহাম্মদ ফারুক ২৩ আগস্ট ১৯৯৩ থেকে ১৩ নভেস্বর ১৯৯৬ বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে যান্ত্রিক প্রকৌশলে স্নাতক এবং যুক্তরাষ্ট্র হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৬৩ সালে বাকৃবিতে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের বিভাগীয় প্রধান, অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পালন করেন। সদ্য প্রয়াত ড. শাহ মোহাম্মদ ফারুক ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের সম্ভ্রান্ত শাহ পরিবারের কৃতি সন্তান।