Girl in a jacket

বাংলাদেশ মানবাধিকার কমিশনের ময়মনসিংহ মহানগর শাখার কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

0

মো.জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি।।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের ময়মনসিংহ মহানগর শাখার গঠিত কমিটির পরিচিতি সভা ও আন্তর্জাতিক শিক্ষক সম্মাননা অনুষ্ঠান বুধবার (২৪ মার্চ) বিকেল ৫ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ময়মনসিংহ বিভাগীয় গভর্নর এডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এড. এমদাদুল হক মিল্লাত, মানবাধিকার কমিশনের ময়মনসিংহ জেলার সমন্বয়ক এড. শিব্বির আহমেদ লিটন, ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান আকন্দ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী আজাদ জাহান শামীম এবং ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. রাশিদা তাহমিনা প্রীতি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া এবং অনুষ্ঠানের সঞ্চালন করেন মানবাধিকার কমিশনের মহানগর শাখার সাধারন সম্পাদক আনোয়ারা খাতুন।

Share.

Comments are closed.