Girl in a jacket

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ভালুকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

0

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা:-

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ভালুকা উপজেলা আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্দ্যোগে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ৬ ডিসেম্বর রোববার বিকালে ভালুকা উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগ কার্যালয় থেকে মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহসড়ক ও ভালুকা বাজার প্রদক্ষিণ করে সমাবেশের আযোজন করা হয়। সমাবেশে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, যুবলীগ সভাপতি আনিছুর রহমান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিবসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ্ব বক্তব্য রাখেন।

Share.

Comments are closed.