Girl in a jacket

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ময়মনসিংহে মাসব্যাপী শোকের কর্মসূচী শুরু

0

ময়মনসিংহ প্রতিবেদকঃ-
ময়মনসিংহে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির উদ্যোগে শোকের মাস আগষ্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী শুরু হয়েছে। কর্মসূচীর প্রথম আয়োজন চত্বরে ৭ আগষ্ট শুক্রবার সকাল ১১টায় পুলিশ লাইনে নির্মিত বিশাল আকারের ম্যুরাল চেতনা অ¤øাণ জাতিরজনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তোলার দীপ্ত শপথ’ বাক্য পাঠ করান, জন্মশত বার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির আহবায়ক লায়ন ড. মোঃ সিরাজুল ইসলাম। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সদস্যবৃন্দ, জাতীয় চারনেতার রুহের মাগফেরাতসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন, হাফেজ ক্বারী মোঃ সোলায়মান।
সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের সংগঠক বর্ষিয়ান রাজনীতিবিদ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির লায়ন ড. মোঃ সিরাজুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন, সদস্য সচিব অধ্যাপক দিলরুবা সারমীন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণকালে আরো উপস্থিত ছিলেন, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম, কর্ণেল (অব.) লায়ন অধ্যক্ষ ড. শাহাব উদ্দিন, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট ফরিদ আহমেদ, কাজী আজাদ জাহান শামীম, এমএ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, আবু সাঈদ দ্বীন ইসলাম ফখরুল, শম্ভুগঞ্জ জিকেপি কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন, মিরন চৌধুরী, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, শরীফুল ইসলাম সরকার, আবুল মুনসুর, মজিবুর রহমান সরকার, সাইদুল হক মাস্টার, স্বপ্না খন্দকার ও রোকেয়া আফসারী শিখা প্রমূখ।
এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share.

Comments are closed.