গত ১৪ ডিসেম্বর ২০২০ ইং তারিখে দিগন্তবার্তা অনলাইন পত্রিকায় ‘ভালুকায় বনবিভাগের ৪০ বিঘা জমি দখলে নিয়ে লেবু বাগান করার অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি আদৌ সত্য নয়। স্থানীয় একটি কুচক্রীমহল ভুয়া তথ্য দিয়ে সংবাদটি পরিবেশন করিয়েছেন। কাদিগড় মৌজার ৩১০, ২৫৬ ও ২৫২ সহ বেশ কয়েকটি দাগে আমি ও আমাদের পৌত্রিকসূত্রে প্রাপ্ত হয়ে ওই জমি ভোগদখলে থাকা অবস্থায় নামজারী জমাখারিজ করি এবং নিজ নামীয় বিআরএস রেকর্ড ভূক্ত হয়। আমরা কোন প্রকার বনভূমি দখলে নিয়ে লেবু বাগান করিনি। আমরা আমাদের জমিতেই লেবু বাগান করেছি। বনবিভাগ যাতে আমার রেকর্ডিও জমিতে না আসতে পারে, এই জন্য উচ্চ আদালতে অন্য প্রকার মামলা করলে আদালত তাতে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এই সংবাদটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমি প্রকাশিক সংবাদটির প্রতিবাদ জানাচ্ছি।
মো: সিরাজউদ্দিন
পিতা-মৃত কাজিম উদ্দিন
সাং কাদিগড়,ভালুকা, ময়মনসিংহ।
তারিখ-২০,১২,২০২০