দিগন্তবার্তা ডেক্সঃ-
অনলাইন নিউজ পোর্টাল দিগন্তবার্তা পত্রিকায় ৫ আগস্ট ‘ভালুকায় বন কর্মকর্তাদের নাকের ঢগায় গজারী বাগানের ভিতর একাধিক বিশাল পুকুর’ শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ করেছেন আব্দুল আউয়াল। প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, তার ক্রয়কৃত হবিরবাড়ি মৌজার ৬৬৯ নম্বর দাগে ৮ বিঘা জমি ছাড়াও বন বিজ্ঞপ্তিত কিছু জমি নিয়ে পুকুর খনন করা হয়েছে। যা আদৌ সত্য নয়। এমনকি পুকুরে তার ২১ শতাংশ জমি কম রয়েছে। একটি মহলের মিথ্যে তথ্য পরিবেশনের মাধ্যমে সংবাদটি প্রকাশিত হওয়ায় তিনি উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।
বিনীত নিবেদক
আব্দুল আউয়াল
পিতা মৃত-জয়েন উদ্দিন
সাং-সীডষ্টোর বাজার
ভালুকা, ময়মনসিংহ।