মো.জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি
পিবিআই ময়মনসিংহ জেলার অক্টোবর ২০২০ এর মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ পিবিআই এর কনফারেন্স হল রুমে এ আলোচলা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা পিবিআই পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাসের সভাপতিত্বে পিবিআই ময়মনসিংহ জেলার কল্যাণ সভা ও অক্টোবর/২০২০ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের ছুটি, রেশন, আবাসন, চিকিৎসাসহ অন্যান্য কল্যাণমূলক বিষয়গুলো নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। অক্টোবর/২০২০ মাসের অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মহোদয় অত্র ইউনিটের তদন্তাধীন সকল জিআর ও সিআর মামলাগুলোর বিষয়ে তদন্তকারী অফিসারদের সাথে আলোচনা করেন এবং মামলাগুলো দ্রত নিষ্পত্তির লক্ষ্যে তাঁর মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় অজ্ঞাত, ক্লুলেস, চাঞ্চল্যকর ও স্পর্শকাতর ০২ টি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতারপূর্বক মামলার মূল রহস্য উদঘাটন করায় পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আবুল কাশেম, পিপিএম কে পুরস্কৃত করেন। এছাড়াও শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হিসেবে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ দেলোয়ার হোসাইন; শ্রেষ্ঠ তদন্ত সহায়ক অফিসার হিসেবে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব সরকার মোঃ আবুল কালাম আজাদ ও শ্রেষ্ঠ অফিস সহায়ক হিসেবে এএসআই (নিঃ) জনাব মোঃ কাওছার রহমানকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করেন।
পিবিআই ময়মনসিংহ জেলার মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
0
Share.