স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে ময়মনসিংহের নান্দাইলে ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় মাববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হযেছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নান্দাইল উপজেলা শাখা কতৃক আয়োজিত উপজেলা পরিষদের সামনে অনুষ্টিত মানবন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ফজলুল হক ভুঁইয়া। বিল্লাল হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক মোঃ এনামুল হক বাবুল,প্রেসক্লাব সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল,আবুল কালাম আজাদ,এইচএম মিজান প্রমুখ। মানবন্ধনে নান্দাইলে কর্মরত ২৫ জন সাংবাদিক অংশ গ্রহন করেন। সমাবেশে বক্তারা মুজাক্কিরের খুনীদের অতিদ্রুত গ্রেফতার করে আইনে সোর্পদ করার আহবান জানানো হয়।