Girl in a jacket

নান্দাইলে পিকআপ-মাইক্রোর সংঘর্ষে পিতা-পুত্র নিহত, আহত ১২

0

স্টাফ রিপোর্টার, নান্দাইল:-

ময়মনসিংহের নান্দাইল পিকআপ মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছে পিতা ও পুত্র। এ সময় আহত হয়েছেন নারি-পুরুষসহ আরো ১১ জন। আহতদের নান্দাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ময়মনসিংহ কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের ডাংরি নামক স্থানে। নান্দাইল হাইওয়ে থানার ওসি মন্জুরুল হক খবরটি নিশ্চিত করেছেন।
নিহতেরা হলেন, বাবা এমদাদুল মোকাম্মেল ফাহাদ (৩২) ও তার ছেলে তুরান (৫)।
ওসি জানান, সকাল সাড়ে নয়টায় এই দুর্ঘটনাটি ঘটেছে। শেরপুর জেলার বকশীগনজ থেকে একটি হাইয়েস মাইত্রোবাসে করে নিকলী হাওর ভ্রমনে যাচ্ছিল গোষ্টিগত একটি পরিবারের দুই শিশু ও নারীসহ ১৩ জন। ডাংরি নামক স্থানে মাইক্রো বাসটির সাথে ময়মনসিংহগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই হতহতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে নান্দাইল হাইওয়ে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

Share.

Comments are closed.