Girl in a jacket

নান্দাইলে নবযোগদানকারি ওসির সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা

0

স্টাফ রিপোর্টারঃ 

ময়মনসিংহের নান্দাইল মডেল থানার নবযোগদানকারি অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ  মিজানুর রহমান আকন্দ নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতিও মতবিনিময় সভা করেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।নান্দাইল মডেল থানায় নবযোগদানকারি ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ সকল সাংবাদিকদের মাঝে নিজের পরিচয় তুলে ধরেন। পরে একে একে সকল সাংবাদিকরা নিজের পরিচয় ও গনমাধ্যমের নাম তুলে ধরেন।
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহ্ আলম ভূঁইয়ার সঞ্চালনায়  বক্তব্য রাখেন -নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক ফজলুল হক ভূইয়া, সহসভাপতি মোহাম্মদ আমিনুল হক বুলবুল  যুগ্নসাধারন সম্পাদক হুমায়ুন কবীর ভূঁইয়া ও বিল্লাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম লিটন,সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা, সাংবাদিক নির্যাতন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।
এ সময় ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন – আপনারা আমাকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করবেন আমি নান্দাইলকে বদলে দিব। মাদক,জুয়া,চুরি ডাকাতি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহন করা হবে।  অপরাধ দমনে নান্দাইল পৌর সদরের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা বসানোর কথা বলেন।
উক্ত পরিচিতি ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক এসএ রুহুল আমিন আর জে মিন্টু জিন্নাতুল ইসলাম মিলন,  জহিরুল ইসলাম, আমিনুল ইসলামআশিকসহ  নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নান্দাইল উপজেলা শাখা ও বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখার  ২৫ জন গণমাধ্যমকর্মী।

Share.

Comments are closed.