নান্দাইল থেকে মোঃ ফজলুল হক ভুইয়া
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার ২৭ মে বিকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে উজ্জল খাঁন (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের অরন্যপাশা গ্রামের জনৈক শাহাব উদ্দীনের ছেলে ও মুসুলি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণী ছাত্র উজ্জল খাঁন ঘুড়ি উড়াতে গেলে বিদ্যুতের লাইনের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেছে। নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।