স্টাফ রিপোর্টার নান্দাইল থেকে
নান্দাইল উপজেলায় এক রাতে একই বাড়ি থেকে তিন কৃষকের ৯ টি গরু চুরি হয়েছে বলে ভুক্তভোগিরা জানান।চাঞ্চল্যকর গরু চুরির ঘটনাটি ঘটেছে, উপজেলার বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে গত ১৭ জুলাই গভীর রাতে নাজিম উদ্দীনের ১টি গাভী ৩টি বকনা গরু, খোকন মিয়ার ৪ টি গরু,লতিফ মিয়ার একটি বিদেশী গাভী চুরি হয়ে যায়। এঘটনায একই গ্রামের মৃত চান মিয়ার পুত্র ফারুক (৪০)কে আসামী করে থানায় একটি গরু চুরি মামলা রুজু করা হলে পুলিশ ফারুককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। গরু চুরি ঘটনায় এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে।
নান্দাইলে এক রাতে তিন কৃষকের ৯ গরু চুরি
0
Share.