নান্দাইল প্রতিনিধি: নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মদের নির্দেশে ৭ জুন রাতে এক বিশেষ অভিযান পরিচালনা করে চন্ডিপাশা ইউপির বাশহাটি ৮ নম্বর ওয়ার্ড মেম্বার মহসিনসহ ৮ জনকে বাশহাটি এলাকায় একটি জুয়ার আসর থেকে গ্রেফতার করে জুয়া আইনে তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।
এব্যাপারে নান্দাইল মডেল থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, নিজবানাই রেলক্রসিং এর ছলিম উদ্দীনের বাড়ির পীছনে, ধূরয়া গ্রামে শাহবাড়ির নদীর পাড়ের জঙ্গলে ও বাশহাটি গ্রামে দীর্ঘদিন যাবত জুয়া খেলা চলে আসছে।
নান্দাইলে এক ইউপি সদস্যসহ ৮ জুয়ারি গ্রেফতার
0
Share.