মো.জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নিতাই নদীর বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত এলাকা এবং ভাঙা রাস্তাঘাট পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান।
মঙ্গলবার (১৪ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তা-ঘাট, সামাজিক দূরত্ব বজায় রেখে কুরবানির পশুর হাট এবং পানিবন্দী এলাকাগুলো পরিদর্শন করেন। এসময় সাথে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী নূরুল হোসেন ভূইয়া। ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান, উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, ভাইস চেয়ারম্যান আবুল ফজল, সহকারী কমিশনার (ভূমি) কাবেরী জালাল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, অফিসার ইনচার্জ আলী আহমেদ মোল্লা, উপজেলা প্রকৌশলী শাহীনুর ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন অফিসার জাকির হোসেন প্রমূখ।জেলা প্রশাসক ময়মনসিংহ থেকে ধোবাউড়া যাত্রা পথে তারাকান্দা -ধোবাউড়া পথে মধ্যে স্থানীয়দের অনুরোধে ভূষাগঞ্জ বাজার এলাকার লাউটিয়া কাঁচা রাস্তা পরিদর্শক করেন এবং স্থানীয়দের রাস্তাটি সংস্কারের জন্য আবেদন করতে বলেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, রাস্তা সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা হবে।
ধোবাউড়ায় প্লাবিত এলাকা ও রাস্তাঘাট পরিদর্শণ করলেন জেলা প্রশাসক মিজানুর রহমান
0
Share.