Girl in a jacket

দেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আযহা পালিত

0

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তাঃ-

১ আগস্ট শনিবার বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেছেন।

করোনাভাইরাস মহামারির কারণে দেশে ঈদুল আযহা উদযাপনে ভিন্ন রকম আবহ তৈরি হয়েছে। এবারে কোরবানির আয়োজন যেমন ছিলো সীমিত, তেমনি সবাই মিলে নামাজ পড়া বা আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত খাওয়ার মতো প্রচলিত রীতিতে দেখা গেছে বড় ধরণের পরিবর্তন।অনেকটা চার দেয়ালের মধ্যেই কাটছে বেশিরভাগ মানুষের ঈদ।

দেশের অন্যান্য স্থানের ন্যায় ময়মনসিংহের ভালুকায় পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে। এই উপলক্ষে সকাল ৮ টায় ভালুকা বাজার বড় মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু উক্ত জামায়াতে শরীক হন। পরে দেশের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাদ অনুষ্ঠিত হয়।

Share.

Comments are closed.