জহিরুল কাদের কবীর, স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে ত্রিশাল পৌরসভার নওধার এলাকায় প্রতিপক্ষের হামলায় নিহত মনির ও তার আহত পরিবারের উদ্দেশ্যে ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ত্রিশালে ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে প্রতি পক্ষের হামলায় নিহত মনির ও তার আহত পরিবারের উদ্দেশ্যে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম ফজলে রশীদ, ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন শামীম, ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সদস্য আনিসুর রহমান জাহাঙ্গীর প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আহমেদ। এ সময় আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের সাংবাদিক সহ এলাকার ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ইমরান হাসান।