জহিরুল কাদের কবীর, স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশালে স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী বহন করার দায়ে ৬ বাস ড্রাইভারকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ত্রিশালে ১২ আগস্ট বুধবার করোনা মহামারী প্রতিরোধে গন পরিবহনে যাতায়াতকারী যাত্রী সাধারনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তরিকুল ইসলাম তুষার এর নেতৃত্বে স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী বহন করার দায়ে ৬ বাস ড্রাইভারকে ২১ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী
কমিশনার(ভূমি) তরিকুল ইসলাম তুষার জানান,গন পরিবহন গুলো স্বাস্থ্যবিধি না মেনে অধিক যাত্রী বহন করে করোনা সংক্রমনের ঝুকি তৈরীর অপরাধে অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনগনের স্বাস্থ্য সুরক্ষায় ও জন স্বার্থে এ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।