Girl in a jacket

ত্রিশালে সাংবাদিক পরিবারের উপর নৃশংস হামলা, যুবলীগ নেতা মনির হত্যার খুনীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

0

জহিরুল কাদের কবীর, স্টাফ রিপোর্টারঃ

ত্রিশালে সাংবাদিক পরিবারের উপর হামলা ও যুবলীগ নেতা মনির হত্যার প্রতিবাদে ত্রিশাল উপজেলা কর্মরত সাংবাদিকদের আয়োজনে 
হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। 

১৬ই আগস্ট সকাল ১১টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল বাসস্ট্যান্ড স্মৃতি সৌধের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  ত্রিশালে কর্মরত সাংবাদিক মাসুদের পরিবারে নৃশংস সন্ত্রাশী হামলা ও  যুবলীগ নেতা মনির হোসেনকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবী নিয়ে ত্রিশালে কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে ত্রিশালে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারন মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধনে হত্যাকান্ডের বিচার দাবী করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা,পৌর সভার প্যানেল  মেয়র-২ মেহেদী হাসান নাসিম, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল ফুয়াদ তরফদার, ত্রিশাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ইব্রাহিম খলিল শান্ত, ত্রিশাল প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা এটিএম মনিরুজ্জামান মনির, বাংলাদেশ সাংবাদিক সমিতি ত্রিশাল উপজেলা শাখার সভাপতি খোরশিদুল আলম মুজিব, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আলমগীর কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম ফজলে রশীদ, উপজেলা নাট্য সংস্থার সভাপতি নায়ক সোহেল হাবিব।

ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল হোসেনের সঞ্চালনায় স্থানীয়দের মাঝে বক্তব্য রাখেন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল আলম বাবলু, আজিজুল হক শামীম প্রমূখ। মানববন্ধনে নিহত মনিরের স্ত্রী সালমা আক্তার অশ্রুশিক্ত কন্ঠে স্বামী হত্যার বিচার চেয়ে খুনীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাকী আসামীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মোলক শাস্তির দাবি করেন। অন্যথায় আরো কঠোর আন্দোলন কর্মসুচীর ঘোষনা দিবেন বলে হুশিয়ারী করেন। 

এছাড়াও  ত্রিশাল উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত  সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী,  স্থানীয় মহিলাসহ নিহতের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

Share.

Comments are closed.