জহিরুল কাদের কবীর, ত্রিশালঃ
বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) ত্রিশাল উপজেলা শাখার সাধারন সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার ত্রিশাল প্রতিনিধি সাংবাদিক আতিকুল ইসলামের পিতার মৃত্যুতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা রহুল আমিন মাদানি মহোদয়ের সুযোগ্য সন্তান ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ সাংবাদিক আতিকুল ইসলাম ও তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেছেন।
ত্রিশালে সাংবাদিকের পিতৃবিয়োগে শোক প্রকাশ করেছেন-উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান মাহমুদ
0
Share.