জহিরুল কাদের কবির,ত্রিশালঃ-
ময়মনসিংহের ত্রিশালে সৎ মায়ের হাতে মাজহারুল ইসলাম (৫) নামে এক শিশু খুনের অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনার সাধে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদ করার জন্য শিশুটির সৎ মা, মা ও বাবাকে আটক করেছে।
বুধবার দুপুরে সৎ মায়ের ঘরের খাটের নিচ থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
জানাযায়,বুধবার বেলা ১১টা থেকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের বালিয়ার পাড় গ্রামের রাজিবের শিশু পুত্র মাজহারুল ইসলামকে (৫) খুজে পাওয়া যাচ্ছিল না। পরে দুপুর ১২টার দিকে মাজহারুলের দাদী সৎ মায়ের ঘরের খাটের নিচে মাজাহারুলের মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন । দাদীর চিৎকার শোনে অন্যান্যরা মাজহারুলের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ও মৃতের বাবা রাজিব মিয়া ও সৎ মা কাকলী এবং মাজহারুল ইসলামের মা মাহফুজা আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে।
ত্রিশাল থানার এসআই আব্দুস সাত্তার জনান, এ মূহুর্তে আমার কাছে কিছু নেই। জিজ্ঞাসাবাদ চলছে, পরে জানানো হবে।
ত্রিশালে শিশু খুন : সৎ মাসহ আটক ৩
0
Share.