Girl in a jacket

ত্রিশালে যুবলীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

0

জহিরুল কাদের কবীর, স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহে ত্রিশাল উপজেলা যুবলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গণভোজের আয়োজন করা হয়।

ত্রিশালে উপজেলা যুবলীগের আয়োজনে ১৫আগস্ট শনিবার দুপুরে দরিরামপুর খাপলা পাড়া হাজী নঈম উদ্দিন হাফিজিয়া মারদাসা ও এতিমখানায় গণভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন সরকার।এ সময আরও উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিসুজ্জামান, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জিয়াউল হক সবুজ, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ,উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ত্রিশাল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান নিউটন সহ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

Share.

Comments are closed.