জহিরুল কাদের কবীরঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা বালিপাড়া ও কালির বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), তরিকুল ইসলাম তুষার এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সূত্রে জানা যায়, ৫ অক্টোবর সোমবার ত্রিশাল উপজেলায় চালের বাজার দর নিয়ন্ত্রণে এবং অবৈধ মজুদ বন্ধে উপজেলার বাশার অটো রাইস মিল, মা কালী অটো রাইস মিল ও হক অটো রাইস মিলগুলোর স্টক রেজিস্টার চেক করা হয় এবং ধান ও চালের মূল্য তুলনা করে দেখা হয়। কোন রাইস মিলেই অনুমোদিত পরিমানের বেশি চালের মজুদ পাওয়া যায়নি। এসময় অবৈধ মজুদের মাধ্যমে চালের দাম না বাড়াতে চালকল মালিকদের সতর্ক করা হয়।
এছাড়াও সোনালী আঁশ পাটের ব্যবহার বৃদ্ধি এবং নির্ধারিত পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনাকালে পাটের বদলে প্লাস্টিক এর বস্তায় চাল বিক্রির অভিযোগে বালিপাড়া বাজারে ৩ জন চাল ব্যবসায়ী এবং কালীর বাজারের মেসার্স হক অটো রাইস মিলকে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুসারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট এর মোবাইল কোর্টে মোট ৪ টি মামলায় সর্বমোট ৫৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এবং ত্রিশাল থানা পুলিশ সহায়তা প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি), তরিকুল ইসলাম তুষার জানান, জনস্বার্থে ও পরিবেশের সুরক্ষায় মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।