জহিরুল কাদের কবীর, ত্রিশালঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভুমি), তরিকুল ইসলাম তুষার এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সূত্রে জানা যায়, ৪ নভেম্বর বুধবার উপজেলা বালিপাড়া ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তুষার এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাকালে বালিপাড়া ইউনিয়ন এর লাইট্যামারির চর নামক স্থানে ব্রহ্মপুত্র নদ হতে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীন ৪ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে ত্রিশাল থানা পুলিশ সহায়তা প্রদান করেন। জনস্বার্থে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তুষার।